তিন মাস ধরে দামের ক্রমাগত ঊর্ধ্বমুখী প্রবণতার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি এলপি গ্যাসের দাম ৮ দশমিক ৬৮ টাকা কমে উপভোগ করবেন গ্রাহকরা। পূর্বের ১১৯ দশমিক ৯৪ টাকার পরিবর্তে ১১১ দশমিক ২৬ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ভ্যাটসহ এক হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে যা গত মাসে ছিল এক হাজার ৪৩৯ টাকা। এর ফলে এতে দাম কমেছে ১০৪ টাকা।
বৃহস্পতিবার বিকালে এলপিজির নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।
তিনি বলেন, এলপিজির নতুন মূল্য যুক্তিসঙ্গতভাবে পাঁচ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য সিলিন্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও পড়ুন: ২০ নয়, এক জায়গায় সব সুবিধা পাবে এলপিজি ব্যবসায়ীরা
এছাড়া মোটরগাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের লিটার প্রতি দাম ৬৭ দশমিক ০২ টাকা থেকে কমিয়ে ৬২ দশমিক ২১ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
আব্দুল জলিল বলেন, বিশ্বব্যাপী সৌদি সিপির (চুক্তি মূল্য) দাম কমায় স্থানীয় গ্রাহকরা এ সুবিধা পাচ্ছেন। কেননা বাংলাদেশি বেসরকারি এলপিজি অপারেটররা মূলত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে গ্যাস আমদানি করে।
তবে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দামে কোনো প্রভাব পড়বে না। কারণ এটি স্থানীয়ভাবে উৎপাদিত হয়।
চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম সর্বনিম্ন এক হাজার ২২৫ টাকা ছিল এবং তা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে ক্রমাগত বৃদ্ধি পায়।