পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ঐক্যবদ্ধতার কারণে আজকের সাফল্য অর্জিত হয়েছে। ঐক্যের কারণেই দ্বিতীয়বার একটি স্বাধীন পরিবেশ সৃষ্টি করার সুযোগ আমরা পেয়েছি।
তিনি বলেন, ছাত্ররা যখন রাস্তায় নেমেছে তখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ তাদের পেছনে ছিল। বিপ্লব সাধনকারীদের প্রতি কৃতজ্ঞতাও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
শনিবার (২৮ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখেছি রাষ্ট্রের চেয়ে একটি গ্রুপকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর তার মধ্যে যিনি প্রধান তার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর জন্য ক্ষমতায় যাওয়া ও থাকে গুরুত্বপূর্ণ। এটি তাদের লক্ষ্যের মধ্যেই থাকে। সেখানে অনেক ক্ষেত্রেই বিচ্যুত হয়ে যায় মূলনীতি থেকে। যাতে তারা মূলনীতিকে বিচ্যুত হতে না পারে সেটা পর্যবেক্ষণ ও রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষের। এখানেই গণতন্ত্রের ভূমিকাটা।
আরও পড়ুন: হাসান আরিফের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক
তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের স্বার্থটা প্রাধান্য পাবে। সেটার সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত।
তিনি বলেন, একই বিষয়ে দ্বিমত থাকতে পারে। তবুও ঐক্যের প্রয়োজন। জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্য থাকাটা জরুরি। পৃথিবীর বেশিরভাগ দেশে এই জিনিসটি আছে। দুর্ভাগ্যজনকভাবে গত পঞ্চাশ বছরে আমরা তা কখনো দেখিনি। সবসময়েই সরকার যেটা মনে করে সেটা করেছে। এমনো হয়েছে বৈদেশিক ক্ষেত্রে সরকার ভালো কিছু করতে উদ্যোগ নিলেও তা বিরোধীরা সমর্থন করেনি। এটি প্যাথলজিক্যাল ছিল যে অপজিশন সরকারের কোনো কিছুই মানবে না, সরকারও বিরোধীদের কোনো কিছুই মানবে না। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের একটি ঐকমত্য লাগবে- দেশের স্বার্থ যেখানে জড়িত, সেখানে দুপক্ষের মাঝে আলোচনা হবে। প্রথমত একতরফা কিছু করা হবে না। দ্বিতীয়ত আসলেই সেখানে স্বার্থ থাকলে দুপক্ষই ঐকমত্য পোষণ করবে এবং দেশের স্বার্থটাকে বড় করে দেখবে।
উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকার আসতে যাচ্ছে, আমাদের সবারেই প্রত্যাশা, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করেছে- তারা কিন্তু পরিবর্তন চেয়েছে। আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না। শুধু দল পরিবর্তন হবে মানুষ পরিবর্তন হবে, আর রাষ্ট্র যেভাবে চলবে তার কোনো পরিবর্তন হবে না- এটি কেউই মনে হয় চায় না। আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এটি মনে রাখেন মানুষের যে ইচ্ছা তার যেন প্রতিফলন থাকে। তারাও যেন ঐক্যবদ্ধভাবে দেশ চালান।
আরও পড়ুন: আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা