কক্সবাজার, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- কক্সবাজারে বিদ্যুৎপৃষ্টে ফখরুদ্দিন মাহমুদ কাসেফ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাসেফ মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার আব্দুল মজিদের ছেলে ও কক্সবাজার হার্ভাড কলেজের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় কাসেফ। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কাসেফকে মৃত ঘোষণা করে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।