কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ মে) ভোরে আস্তানাটি গুড়িয়ে দিয়ে সন্দেহভাজন দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, সৈয়দুল আবেরার ছেলে আরসার চিফ কো-অর্ডিনেটর ও কমান্ডার মো. শাহনুর ওরফে মাস্টার সেলিম ও মোহাম্মদ নুরের ছেলে মো রিয়াজ।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, তাদের কাছ থেকে একটি রিভলবার, ৯টি গুলি, একটি এলজি গান, তিনটি কার্তুজ, পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, হাতে তৈরি ১০টি গ্রেনেড ও রকেটের শেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: আরসার লজিস্টিক শাখার প্রধান রহমত উল্লাহসহ আটক ৩
বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের উপস্থিতিতে জব্দকৃত গ্রেনেড, বোমা ও রকেট শেল ধ্বংস করা হয়।
বুধবার দিবাগত রাত ২টার দিকে র্যাব-১৫ এর সদস্যরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড় ঘিরে ফেলে।
এলিট বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারা পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।
২০২৩ সালে ক্যাম্পে আধিপত্য বিস্তার করাসহ নানা কারণে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে ৬৪ জন নিহত হয়। র্যাবের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ক্যাম্পে এ পর্যন্ত ১৬ রোহিঙ্গা নিহত হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় থেকে বিপুল অস্ত্রসহ ৩ আরসা সদস্য আটক