এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও এডিবির পক্ষে যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
সোমবার ৫০ কোটি ডলারের ঋণ চুক্তির মধ্যে রেওয়াতিভাবে অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস (ওসিআর) হিসেবে ২৫ কোটি ডলার দেয়া হবে। গ্রেস সময়ে এতে সুদের হার হবে ২ শতাংশ। আর ঋণ পরিশোধের মেয়াদ ৫ বছরের গ্রেস সময়সহ ২৫ বছর।
বাকি ২৫ কোটি ডলার নিয়মিত ওসিআর হিসেবে এডিবির লন্ডন ইন্টারব্যাংক অফার রেট (এলআইবিওআর) ভিত্তিক সুদ হারে দেয়া হবে। ১৫ বছর মেয়াদে দেয়া এ ঋণ পরিশোধে অতিরিক্ত ৩ বছরের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘এ সহায়তার পুরোটাই জীবন এবং জীবিকা নির্বাহের সাথে সম্পৃক্ত। এক মাসের মধ্যেই খুব দ্রুত এটি দেয়া হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজনের সময়ে এ ঋণ দিতে পেরে আমরা আনন্দিত।’