দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জনের। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ২৩৬২ জন এবং এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার অধিদপ্ত জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৭৯ জন মারা গেছে এবং ৩ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১০.৪০ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন। দেশে সুস্থতার হার ৯৫.৪১ শতাংশ।
আরও পড়ুন: করোনায় সিরাজগঞ্জের এমপি স্বপনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ২৭ জন, রংপুরে ৩ জন, বরিশালে ৩ জন, সিলেটে ১০ জন, রাজশাহীতে ৫ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর পদক্ষেপ নেয়া হচ্ছে: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, শিগগিরই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার ব্যবস্থা নিচ্ছে সরকার।
তিনি বলেন, ‘আমরা করোনাভাইরাসকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। টিকা নিয়ে আর কোনো সমস্যা নেই… আমি ইতোমধ্যে (সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে) নির্দেশ দিয়েছি। শিগগিরই স্কুল-কলেজ পুনরায় চালু করতে।’
আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান স্বপনের (সিরাজগঞ্জ-৬) মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদে রাখা শোক প্রস্তাবের আলোচনায় যোগদানকালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
আরও পড়ুন: সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ৪১ হাজারের বেশি
শেখ হাসিনা বলেন, শিক্ষকদের ইতোমধ্যে টিকা দেয়া হয়েছে এবং এখন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের টিকা দেয়ার পদক্ষেপ চলছে।
তিনি বলেন, ‘যেহেতু স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশিকা আছে, তাই আমরা নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা নিচ্ছি।’
তাই হাসিনা বলেন, সরকার কিছু ফাইজার টিকা সংগ্রহ করছে এবং মডার্নার টিকা সংগ্রহের চেষ্টা করছে। ‘অন্যান্য টিকাও আসছে। আমরা ইতোমধ্যে ছয়টি ব্রান্ডের টিকার জন্য অর্থ প্রদান করেছি’, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এ কথা বলেন।