মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মারা গেছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ২৮৪ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনা: এক বছরে শাবির ল্যাবে ৫৮ হাজার ৫৪১ জনের নমুনা পরীক্ষা
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা যায় এবং ১ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৭.৫০ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। মোট সুস্থ ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৬ শতাংশ।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় ২৪ ঘন্টায় আরও ৫ মৃত্যু
বিশ্ব পরিস্থিতি
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ। খুব শিগগিরই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫০ লাখের মাইলফলক ছাড়াতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ১২ হাজার ৯২০ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ৭৪ হাজার ছাড়াল
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ২৬ হাজার ২৯০ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৮৭ হাজার ৮৫৮ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৬৯১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৮ লাখ ১২ হাজার ৫৫ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ল্যাটিন আমেরিকার এই দেশটি। করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে বেশি মৃত্যু দেখতে পায় ব্রাজিল।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জন এবং মারা গেছে ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জন।