রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন ইউএনবিকে বলেন, ‘আল্লাহর রহমতে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা অ্যান্টিজেন নেগেটিভ এবং অ্যান্টিবডি ফর কোভিড–১৯ পজিটিভ এসেছে।’
গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ডা. মুহিব উল্লাহ খোন্দকারের বরাত দিয়ে ফরহাদ বলেন, জাফরুল্লাহ বর্তমানে কোভিড নেগেটিভ নিউমোনিয়ায় ভুগছেন।
তিনি আরও বলেন, জাফরুল্লাহ এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন, বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ রাখতে পারছেন।
ফরহাদ জানান, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতার নমুনা রবিবার সকালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।
এদিকে জাফরুল্লাহ চৌধুরী সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নিয়েছেন।
ফরহাদ বলেন, শনিবার রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী যখন জানতে পারেন যে তিনি করোনামুক্ত, তখন তিনি গভীর সম্পর্ক থাকার কারণে মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নেয়ার প্রবল ইচ্ছা পোষণ করেন।
মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করে আক্রান্তের ব্যাপারে জেনেছেন।
তার চারদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি আরটি-পিসিআর পরীক্ষাতেও তার করোনভাইরাস শনাক্ত হয়।
এর আগে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ তার রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর জন্য তিনবার প্লাজমা থেরাপি নিয়েছেন।