দেশে কয়েক সপ্তাহ ধরে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৪ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ২৪৯ জনের।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫.১২ শতাংশ।
আরও পড়ুন: বিশ্ব্যবাপী করোনায় মৃত্যু ৪৪ লাখ ছাড়াল
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। দেশে সুস্থতার হার ৯৩.৮১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪২ জন, খুলনা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ২৯ জন, রংপুরে ০৬ জন, বরিশালে ০৫ জন, সিলেটে ০৯ জন, রাজশাহীতে ০৬ জন এবং ময়মনসিংহে ০৪ জন মারা গেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৫ মৃত্যু