কলকাতা থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের জন্য আগামী ২৯ এবং ৩১ মে ঢাকা-কলকাতা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
আগ্রহী যাত্রীদের কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফেরত আসাদের অবশ্যই ‘কোভিড-১৯ মুক্ত সার্টিফিকেট’ অথবা ‘কোভিড-১৯ উপসর্গমুক্ত সার্টিফিকেট’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল টিমের কাছে দিতে হবে।
অন্যথায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এছাড়া কলকাতায় থাকা বাংলাদেশিরা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়েও বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের উপ হাইকমিশন সহযোগিতা করবে।