নভোএয়ার
যাত্রীদের সেবায় ১২তম বছরে পা রাখল নভোএয়ার
১১ বছর সাফল্যের সঙ্গে যাত্রী পরিবহন করে ১২তম বর্ষে পদার্পণ করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
মঙ্গলবার (৯ জানুয়ারি) নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
১১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও সম্মানিত যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তা ও সেবা, এই দুই মূল মন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি।’
তিনি আরও বলেন, ‘একটি বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের ব্যবসায়ীক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার। নভোএয়ার ১১ বছরে ১ লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে ৬০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।’
তিনি বলেন, নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে পদার্পণের অঙ্গীকার হবে, আমাদের সম্মানিত যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা। নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে যাত্রী সেবার মান উন্নত করতে নভোএয়ার সব সময় সচেষ্ট।
বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
১১ মাস আগে
নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ মূল্যছাড়
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় ঘোষণা দিয়েছে।
পাশাপাশি কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে সংস্থাটি দেবে দুই রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা। এছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও রয়েছে আকর্ষণীয় অফার।
অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ এর নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট ক্রয় করতে হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকিট ক্রয় করতে হবে এবং ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে কক্সবাজারের ৯টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।
হোটেলগুলোর মধ্যে রয়েছে- সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সী-গাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গেও নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।
এদিকে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ মেম্বাররা মেলায় এসে টিকিট ক্রয় করলে মূল্যছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকিট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত পাঁচ কেজি ফ্রি সুবিধা পাবেন।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-১৩৬০৩ অথবা
ভিজিট করুন flynovoair.com
আরও পড়ুন: নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ
নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
১ বছর আগে
নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ
নভোএয়ার ১ মার্চ থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া দুই হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
নভোএয়ার প্রতি শনিবার, সোমবার ও বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
১ বছর আগে
নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট উদ্বোধন করেছে।
বুধবার (৩০ নভেম্বর) যশোর বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
ফ্লাইটটি যশোর থেকে প্রতি বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে এবং কক্সবাজার থেকে প্রতি শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারন করা হয়েছে।
এদিকে, ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে যশোর-কক্সবাজার-যশোর রিটার্ন টিকেট কিনতে হবে। এই অফারে দুইজনের রিটার্ন টিকিট ও তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা থাকবে।
ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে।
নভোএয়ার কক্সবাজারে বিনামূল্যের হোটেলগুলো হল- সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
এছাড়া নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী এবং কলকাতায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়
নভোএয়ারের টিকেটে ১০ শতাংশ ছাড়
২ বছর আগে
রাজশাহী-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু ১৭ নভেম্বর
রাজশাহী থেকে কক্সবাজার রুটে প্রতি সপ্তাহে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের প্রথম ফ্লাইটটি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজার পৌঁছাবে দুপুর ১২টায়।
রবিবার (৩০ অক্টোবর) থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে নভোএয়ার।
নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, রবিবার (৩০ অক্টোবর) থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য ৫ হাজার ৯০০ টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: ওসমানী বিমানবন্দরে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ
তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট। এতে রাজশাহীর ভ্রমণপিয়াসুদেন দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
উল্লেখ্য, ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ইউএস-বাংলার বিমানে ভ্রমণ করলে হোটেল ফ্রি
সাফজয়ী ফুটবলারদের লাগেজ ডেলিভারি সম্পর্কে বিমান যা বললো
২ বছর আগে
কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
বেসরকারি বিমান পরিচালনা সংস্থা নভোএয়ার বৃহস্পতিবার থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার করার ঘোষণা দিয়েছে।
৪ বছর আগে
নভোএয়ারের টিকেটে ১০ শতাংশ ছাড়
নভোএয়ার তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ এর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘স্মাইলস’ যাত্রীদের জন্য টিকেটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।
৪ বছর আগে
নভোএয়ারে কলকাতায় গেলেন ১৯ ভারতীয় নাবিক
করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ১৯ ভারতীয় নাবিক বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন।
৪ বছর আগে
কলকাতা থেকে বাংলাদেশিদের আনবে নভোএয়ারের দুটি ফ্লাইট
কলকাতা থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের জন্য আগামী ২৯ এবং ৩১ মে ঢাকা-কলকাতা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
৪ বছর আগে
ভারতের সাথে বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার ও রিজেন্টের ফ্লাইট স্থগিত হচ্ছে
করোনাভাইরাসের কারণে ভারত সরকার বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করায় দেশটির সাথে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ।
৪ বছর আগে