রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার পিরানহা মাছ, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রি এবং ক্ষতিকারক রঙ ব্যবহার করার অভিযোগে পাঁচ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
আলম জানান, রূপচাঁদার নামে পিরানহা ও অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ মাছের ক্ষতিকর রঙ ব্যবহারের অভিযোগে পাঁচ মাছ ব্যবসায়ীকে এক থেকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিক্রেতারা মাছ দীর্ঘ সময় ধরে সতেজ রাখতে কৃত্রিম রাসায়নিক ব্যবহার করতেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।