রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বির্তক প্রতিযোগিতায় তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী বলেন, ‘অভিভাবকদের তাদের সন্তানদের নিয়মিত যত্ন নেয়া এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহার করছে কি না তা তদারকি করা উচিত।’
‘কিশোরদের তথ্যপ্রযুক্তির অপব্যবহার অবশ্যই রোধ করতে হবে। পাশাপাশি ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা উচিত যাতে যুবসমাজকে রাজনৈতিক সভাগুলো অপব্যবহার না করতে পারে,’ বলেন তিনি ।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, কিশোর-কিশোরীরা সাম্প্রতিক দিনগুলিতে ডিসকো বয়েজ, সেভেন স্টার, নাইন স্টার, ড্যাঞ্জার বয়েজ এবং নয়ন বন্ডের মতো দল গঠন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
‘রাজনৈতিক সদিচ্ছাই এ গ্যাং সংস্কৃতি রোধ করতে পারে। কিশোর-কিশোরীদের যাতে রাজনৈতিক সভা এবং সমাবেশে ব্যবহার না করতে পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। এখন যদি তাদের নিয়ন্ত্রণ করা না যায় তবে রিফাত ও আদনান হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটবে,’ বলে মনে করেন তিনি।
যদি সমাজে ধর্মীয় অনুশীলন, পারিবারিক বন্ধন ও ভালো সংস্কৃতি বিদ্যমান থাকে তবে এ অপরাধগুলো কমে আসবে, বলেন তিনি।
তিনি বলেন, রাজনীতিবিদদের অবশ্যই যুবকদের নিয়ে ভাবতে হবে এবং তাদের বাবা-মাকে অবশ্যই তাদের সন্তানদের সম্পর্কে আরও সচেতন হতে হবে যাতে তারা অপরাধমূলক কাজের লিপ্ত না হতে পারে।
ঢাকা কলেজ এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা এই বিতর্কে অংশ নেন।