কুমিল্লা, ২১ আগস্ট (ইউএনবি)- চলতি বছরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ২৩১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান জানান, নতুন করে ৬১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন এবং ১৬ জন জিপিএ ৫ পেয়েছেন। বাকিদেরও গ্রেড পরিবর্তন হয়েছে।
পুনঃনিরীক্ষণে বেশি ফল পরিবর্তন হয়েছে ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( আই সি টি ) বিষয়ে।
তিনি আরও জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ড দেশ সেরা হলেও ৯ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী ২৫ হাজার ৯১৫টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
পুনঃনিরীক্ষণে ইংরেজি বিষয়ের প্রথম পত্রে ৫৩ জন, একই বিষয়ে দ্বিতীয় পত্রে ৩৬ জন এবং আইসিটি বিষয়ে ২৬ জনের ফল পরিবর্তন হয়।
উল্লেখ্য, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ৯৪ হাজার ৩৬ পরীক্ষাথী এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৩ হাজার ৩৫৮ জন কৃতকার্য হন। পাসের হার ছিল শতকরা ৭৭ দশমিক ৭৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন।