মঙ্গলবার বেলা ৩টায় কেসিসি’র শহীদ আলতাফ হোসেন মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় তিনি বিদায়ী মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সমালোচনা করে বলেন, ‘আজ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না হয়ে তিনি ভুল করেছেন। বিগত দিনে সিটি করপোরেশনের সকল আয় ব্যয়ের হিসাব নেয়া হবে। সেখানে অনিয়ম পাওয়া গেলে মেয়র কাউন্সিলর যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী মেয়র মনিরুজ্জামান উপস্থিত থাকলে ‘এতো কঠোর’ হতেন না বলে জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র তালুকদার খালেক।
নগরীর জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে খালেক বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য যে টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন সেই টাকা দিয়ে প্রথমেই আটটি খাল দখলমুক্ত করা হবে। এক্ষেত্রে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি কোনো স্বর্ণের বাড়িও থাকে তা ভেঙে গুড়িয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেএমপি কমিশনার হুমায়ুন কবীর, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।