ওষুধ সংক্রান্ত অনিয়ম ও অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রেখে ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
খসড়া আইনের আওতায় এ ধরনের অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা। বর্তমান আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডসহ দুই লাখ টাকা জরিমানা বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে তিনি গণভবন থেকে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ দেন।
আরও পড়ুন: উপাত্ত সুরক্ষা আইনের খসড়া: গণমাধ্যমকর্মীদের মত দেয়ার জন্য ১০ দিন সময়
মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে যুক্ত ছিলেন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, খসড়া আইনের বিভিন্ন ধারায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা বা উভয়ই রাখা হয়েছে।
খসড়া আইনে যেসব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা রাখা হয়েছে সেগুলোর মধ্যে- লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন বা আমদানি; নিবন্ধন ছাড়া ওষুধ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিপণন, মজুত, বিক্রয় বা প্রদর্শন; ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত বা বাজারজাতকরণ এবং সরকারি ওষুধ চুরি ও বিক্রয়।