খাগড়াছড়ির পানছড়ি তারাবন ভাবনা কেন্দ্রে নবম দানোত্তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ দায়ক দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহন করেন।
পরে বৌদ্ধ ভিক্ষুদের নিকট বুদ্ধ মূর্তিদান, সংঘদান,অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান ও স্বধর্ম দেশনা শ্রবণ করেন।
এসময়, বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এছাড়াও পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় দেব,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরাসহ ধর্ম প্রাণ বৌদ্ধ নর-নারী, পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ৩ নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা, ৪ লাখ টাকার চেক হস্তান্তর