আজ মধু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ধর্মীয় উৎসবের মধ্যে মধু পূর্ণিমা একটি। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসবটি উদযাপন করা হয়।
আরও পড়ুন: প্রবারণা পূর্ণিমা: পাহাড়ে সম্প্রীতির কল্প জাহাজ ভাসলো
এই উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালবম্বীদের মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। মধু পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আরও পড়ুন: আজ পবিত্র বুদ্ধ পূর্ণিমা
শুক্রবার সকালে পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, বুদ্ধপুজা, ফুলপুজা, বুদ্ধ মুর্তি দান, অষ্ট পরিস্কার দান, সংঘদান, মধুদান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডসহ নানাবিধ দান করা হয়।