খুলনা, ০৯ সেপ্টেম্বর (ইউএনবি)- খুলনার রূপসা ও ভৈরব নদীর তীরের এক হাজার ১৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, দুই নদীর তীরের অবৈধ স্থাপনাগুলো চিহ্ণিত করা হয়েছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নগরীর ভৈরব ও রূপসা নদীর তীরের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে ২০১৭ সালে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথ উদ্যোগে জরিপের কাজ শুরু করে। সেই জরিপে লবণচরা, হেলাতলা, গোয়ালপাড়া, পাবলা, দৌলতপুর, রাজাপুর, টুটপাড়া ও বানিয়াখামার মৌজায় অবৈধ দখলদারের তালিকায় মোট ১১৫৪ জনকে চিহ্নিত করা হয়।