জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে গণরুম বিলুপ্তসহ ৩ দফা দাবিতে অনশনে বসেছেন মীর মশাররফ হোসেন হলের এক আবাসিক শিক্ষার্থী।অনশনকারী শিক্ষার্থী হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম প্রিতম।
বুধবার(৩১মে)সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের খেলার মাঠে অবস্থা নিয়ে 'অনশন' শুরু করেন ওই শিক্ষার্থী। যা প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল।অনশনরত শিক্ষার্থীর দাবিগুলো হলো- গণরুমের বিলুপ্তি, মেয়াদোত্তীর্ণ ছাত্রদের অবিলম্বে হল ত্যাগ ও গণরুম মিনি গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের সিট সুনিশ্চিত করা।
আরও পড়ুন: সাংবাদিক শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবির প্রগতিশীল শিক্ষার্থীদের
অনশনকারী শিক্ষার্থী সামিউল ইসলাম প্রিতম বলেন, আমি গত বুধবার (৩১ মে) সন্ধ্যা থেকে এখানে অনশনে আছি।আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আমরা অনশন চালিয়ে যাব।
তিনি আরও বলেন, আমি গত বুধবার থেকে অনশনে থাকলেও প্রশাসনের কেউ এখনো দায়িত্ব নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো.সাব্বির আলমকে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
আরও পড়ুন: জাবি’র হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার