ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মহাসড়কে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী এবং ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ প্রমুখ।
এসময় সৌমিক বাগচী বলেন, সাংবাদিক শামস ভাই দিনমজুর জাকিরের বরাতে যে কথা লিখেছেন, তা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা।
তিনি বলেন, ‘আমরা ব্রিটিশ ও ইয়াহিয়ার শাসনামল দেখিনি। কিন্তু আমরা আজকে তাদের প্রেতাত্মার আমল দেখছি।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের গলা টিপে ধরার সাহস দেখালে দেশ আরও একটি গণঅভ্যুত্থানের সাক্ষী হবে বলে হুমকি দেন এই প্রগতিশীল নেতা।
আরও পড়ুন: প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর