একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, লেখক ও গবেষক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘রশীদ হায়দার আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে গবেষণাকর্ম সম্পন্ন করেছেন তা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্বরূপ সন্ধানে উৎসাহিত করবে।’
রাষ্ট্রপতি হামিদ বলেন, গবেষণা ও সাহিত্যকর্মের জন্য রশীদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন।
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার রাজধানীতে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় মারা যান রশীদ হায়দার।
তিনি ১৯৪১ সালের ১৫ জুলাই পাবনার দোহারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। হায়দার ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৬১ সালে তখনকার জনপ্রিয় সিনে ম্যাগাজিন চিত্রালীতে লেখক হিসেবে কর্মজীবন শুরু করেন।