গাজীপুর, ০৮ সেপ্টেম্বর (ইউএনবি)- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত গাজীপুরের নারী, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৭ বাসিন্দার পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিভিন্ন স্থান থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে জানালার গ্রিল কেটে তারা পালিয়ে যান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শাহনেওয়াজ দিলরুবা খান জানান, কর্তৃপক্ষ আশপাশ থেকে চারজনকে এবং টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ আটজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি পাঁচজনকে উদ্ধারে অভিযান চলছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে মোহাম্মদ মাকসুদুল চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় মহিলাবিষয়ক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার উপস্থিত ছিলেন।