গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ তৈয়বা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ৮টার দিকে মারা যায়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন ইমাম।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২
একই ঘটনায় তার ভাই তাওহিদ (৭) সমপরিমাণ দগ্ধ নিয়ে চিকিৎসা নিচ্ছে।
চিকিৎসাধীন শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় মো. মুনসুর আলী আকন্দ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন মারা যান।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত পোশাক শ্রমিকের মৃত্যু