গাজীপুর, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- গাজীপুরে ক্লাসের বেঞ্চে বসা নিয়ে ঝগড়ার জের ধরে বুধবার সহপাঠীর ছুরিকাঘাতে ৮ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
এ ঘটনায় একই শ্রেণির অপর দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ।
নিহত মাহফুজুর রহমান মিরাজ (১৪) সিটি করপোরেশনের যোগীতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে। সে চান্দনা এলাকার এম এ রাজ্জাক মাস্টার দাখিল মাদ্রাসার ছাত্র।
জয়দেবপুর থানার এস আই লুৎফর রহমান জানান, বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার এম এ রাজ্জাক দাখিল মাদ্রাসায় শ্রেণিকক্ষে বেঞ্চে বসা নিয়ে সহপাঠী মনোয়ার হোসেন মনুর সাথে মিরাজের কথা কাটাকাটি হয়। এসময় মনু মিরাজকে মারধর করে এবং এক পর্যায়ে ব্যাগ থেকে ছুরি বের করে বুকে আঘাত করে।
পরে মিরাজকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা মনু ও তার এক সহযোগীকে ধরে পুলিশে সোপর্দ করে।