ঢাকা, ১৭ মার্চ (ইউএনবি)- বাংলাদেশের জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
ডুডলে দেখা যাচ্ছে, ফুল ও গাছপালায় ভরা একটি পার্কে শিশুরা খেলছে, পড়ছে এবং মজা করে উপযাপন করছে। ডুডলটিতে গুগলের ইংরেজি বানানের বর্ণগুলোর মাধ্যমে শিশুদের হাসি-আনন্দ ফুটিয়ে তোলা হয়েছে।
১৯২০ সালের এই দিনে দেশের স্থপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে ২০০৯ সাল থেকে উদযাপন করা হয়।
উল্লেখ্য, বিশেষ দিবস, উৎসব বা বিশিষ্ট ব্যক্তির স্মরণে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে গুগল।