ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (ইউএনবি)- রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।
সেই সাথে তিনি আগুন মোকাবিলা এবং ভুক্তভোগীদের সাহায্যে জাতীয় জরুরি সেবা বিভাগের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শুক্রবার পাঠানো এক বার্তায় জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই গুরুতর সময়ে জাতিসংঘ সংহতি ও সহায়তা নিয়ে পাশে আছে।’
২০ ফেব্রুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় রাষ্ট্রপতি হামিদ, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি নিজের সমবেদনা প্রকাশ করেন গুতারেস।
এছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এক বার্তায় জানানো হয়েছে।
পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতে রাসায়নিকের গুদাম ও পাশের চার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে আহত হয়েছেন প্রায় ৪১ ব্যক্তি।