পুলিশ জানায়, সাবকাত আহম্মেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার রাতে নগরীর নগরীর কোতয়ালী থানাধীন কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ কোতয়ালী মোড় জামে মসজিদের দক্ষিণ পাশে বাঁশখালী ফার্মেসির সামনে অভিযান চালিয়ে সাবকাতকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সরকারবিরোধী লিফলেট, লেকচারশিট, সংগঠনের প্যাড, খাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড ও একটি মোবাইল ফোন।’
কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর এক নেতাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা লিফলেটে “আওয়ামী-বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট কাফির সাম্রাজ্যবাদীদের এই দালাল শাসকগোষ্ঠিকে প্রত্যাখ্যান করুন” সহ বিভিন্ন ধরনের লেখা রয়েছে।
তিনি বলেন, ‘পুলিশী জিজ্ঞাসাবাদে সাবকাত আহম্মেদ নিজেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান হিসেবে পরিচয় দিয়েছে এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন সময়ে কোর্ট বিল্ডিং, নিউ মার্কেট, লালখান বাজার এলাকায় সে নিজে উপস্থিত থেকে তার দলের অন্যান্য সদস্যদের সাথে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত পোস্টার লাগায় বলে জানিয়েছে।’