ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি মাসের ২৫/৩০ তারিখের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
তিনি বলেন, হজ প্যাকেজ বাড়াতে চায় না বাংলাদেশ, গতবছরেরটাই রাখতে চায়। তবে রিয়াল বা ডলার বৃদ্ধি পাওয়ার জন্য কিছুটা বাড়তে পারে।
রবিবার সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী তার সরকারি বাসভবনে সৌদিআরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় হজচুক্তি-২০২৩ পরবর্তী বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ্ব, ১৪৪৪) তারিখ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজে যাওয়ার সকল ব্যবস্থা নেয়ার লক্ষ্যে গত ৯ জানুয়ারি সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তি হয়েছে।
আরও পড়ুন: নড়াইলের ঘটনায় জড়িতদের শাস্তি হবে: ধর্ম প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, হজ চুক্তিতে সৌদি আরব এর পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়া এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেন, হজচুক্তি-২০২৩ অনুযায়ী করোনা পরবর্তী পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী হজে যেতে পারবেন। এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন।
প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০শতাংশ এবং সৌদি এয়ারলাইন্স ৫০শতাংশ হজযাত্রী পরিবহন করবেন। এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেয়া হয়েছে। অর্থাৎ, ৬৫ ঊর্ধ্ব হজযাত্রীরা এ বছর হজে যেতে পারবেন।
তিনি বলেন, রোড-টু-মক্কা ইনিশিয়েটিভ চুক্তির আওতায় বাংলাদেশ হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে হজে গমনকারী সকল হজযাত্রীর প্রি-এরাইভেল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা হবে।
ফরিদুল হক খান বলেন, তবে কোভিড পরিস্থিতির অবনতি হলে হজযাত্রীর সংখ্যা হ্রাস-বৃদ্ধির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এ বছর বাংলাদেশি হজযাত্রীদের ৭০ শতাংশ বা ৮৯ হাজার ৩৮ জন হজযাত্রী জেদ্দা বিমান বন্দর হয়ে আগমন ও প্রস্থান করবেন এবং ৩০ শতাংশ বা ৩৮ হাজার ১৬০ জন হজযাত্রী মদীনা বিমানবন্দর হয়ে আসা-যাওয়া করবেন।
আরও পড়ুন: মহানবীর শিক্ষা ও আদর্শ মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়: ধর্ম প্রতিমন্ত্রী
৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী