নেপালে প্রচণ্ড শীতের কারণে শকুনটি বাংলাদেশে উড়ে এসেছে বলে বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও উপজেলা বন কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, বুধবার দুপুরের দিকে চরকুশাবাড়ী পশ্চিম পাড়া গ্রামের নজিবর রহমানের বাড়ির একটি গাছে অবস্থান নেয় শকুনটি। কিন্তু অসুস্থতার কারণে আর উড়তে না পেরে সন্ধ্যার দিকে বাড়ির উঠানে নেমে আসে এটি। পরে নজিবুর রহমান শকুনটি আটক করেন।
তাৎক্ষণিকভাবে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শকুনটি দেখতে আসেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেন। সেখান থেকে তথ্য পেয়ে বন বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার বিকালে শকুনটি উদ্ধার করতে যান।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নেপালি শকুনটিকে আনুষ্ঠানিকভাবে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এসময় তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।