ঢাকা, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ আর নেই। সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
পারিবারিক সূত্র জানায়, রাজধানীর জাতীয় কিডনি ও হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাক আহমেদ মৃত্যুবরণ করেন। এর আগে গত ৩১ আগস্ট অসুস্থ হয়ে তিনি এই হাপাতালে ভর্তি হন।
দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনিজনিত রোগে ভুগছিলেন এই সিনিয়র সাংবাদিক।
মোস্তাক আহমেদ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ছিলেন। তিনি আজকের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। সর্বশেষ ভোরের ডাক পত্রিকায় বিশেষ প্রতিনিধি পদে কাজ করছিলেন তিনি ।
যোহর নামাজের পর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন দীর্ঘদিনের সহকর্মীরা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তাক আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।