চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলা শহরের ভাঙ্গারপাড় এলাকায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্কুলছাত্রী মারা গেছেন।
প্রায় ছয়দিন বেঁচে থাকার যুদ্ধে পরাজিত হয়ে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলছাত্রী বৈশাখী বেগম (১৫)।
স্থানীয়রা জানান, ভাঙ্গারপাড় এলাকার প্রধানীয়া বাড়ীর জাহাঙ্গীর প্রধানের মেয়ে ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী গত ৩০ অক্টোবর বাড়ীর রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়। ওই সময় তার শরীরের প্রায় ৮৫ভাগ পুড়ে যায়। তাকে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়।
বৈশাখীর চাচা মো শরীফ প্রধান বলেন, মায়ের অনুপস্থিতিতে পরিবারের কাজ করতে গিয়েই মেয়েটি দুর্ঘটনার শিকার হয়েছিল। তিনবোন ও এক ভাইয়ের মধ্যে বৈশাখী ছিল সবার বড়।