স্কুলছাত্রী
নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের যাবজ্জীবন
নাটোরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক হযরত আলীকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
সরকারি কৌঁসুলি আব্দুল কাদের মিয়া জানান, ২০১৮ সালের ৮ জুলাই নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামে গৃহশিক্ষক হযরত আলী অতিরিক্ত পড়ানোর কথা বলে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে তার বাসায় ডাকেন। এরপর ফেল করানো ও হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন।
৩ দিন আগে
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার দারাজগাঁও গ্রামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বন্যা নামে ওই ১৩ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত বন্যা ওই গ্রামের প্রসন্ন বর্মণের মেয়ে। ভূল্লী দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।
সদর উপজেলার ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, বন্যার বাবা-মা সন্ধ্যার দিকে ফসলের মাঠে ধান আনতে যায়। পরে মা সন্ধ্যার পর বাড়িতে ফিরে এসে তাদের বসতঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। স্বামীকে ডেকে আনেন তিনি। এরপর স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকে বন্যাকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ রাতেই ওই কিশোরীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
৫ মাস আগে
নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ছাব্বির নামে এক আসামিকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক আরেকটি ধারার ১৪ বছরের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয় তাকে।
সোমবার (১৩ মে) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
একই সঙ্গে মামলার অপর ২ আসামি আব্দুল মান্নান ও মুক্তার হোসেনকে খালাস দিয়েছেন আদালত।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড
বিশেষ পিপি আনিসুর রহমান জানান,প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে আসামি ছাব্বির ২০২০ সালের ২০ নভেম্বরে দলবল নিয়ে লালপুর উপজেলার দুরদুরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে অমরপুর গ্রামের বাড়ি থেকে অপহরণ করে। এরপর ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় নির্যাতিতার বাবা সাদেকুল আলম বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পরে বিচার কাজের প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপন শেষে আজ এ রায় দেন বিচারক।
রায়ে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
৬ মাস আগে
সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বপ্না আক্তার নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিম পাড়া এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেনের বাড়ির পিছনে খালি মাঠের ময়লার স্তুপের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত স্বপ্না কদমতলী পশ্চিমপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং এমডব্লিউ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের পিতা দেলোয়ার বলেন, গত ৩০ এপ্রিল সকালে স্কুল ড্রেস পড়ে আমার মেয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাসায় ফিরেনি। অনেক জায়গা খোঁজ করেও তার কোন সন্ধান পাইনি। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে স্কুল ড্রেস দেখে লাশ সনাক্ত করি। চেহারা বিকৃত হয়ে গেছে। তবে এটা আমারই মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলৈন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তা বন্দি লাশটি উদ্ধার করি। লাশটি কাঁথা দিয়ে মোড়ানো। গলার তিন জায়গায় কাটা রয়েছে এবং লাশে পঁচন ধরে গেছে। চেহারা দেখে চিনার উপায় নেই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তিনদিন আগে হত্যা করে লাশ বস্তায় ভরে ওই ময়লার স্তুপের ভেতর রেখে দেওয়া হয়েছে। তাকে কারা কেন হত্যা করেছে তার রহস্য উদঘাটন ও খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
৬ মাস আগে
রাণীনগরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জালাল শেখ (৪৮) নামে এক চা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার উপজেলার লোহাচুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ভারতে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ: নারীর প্রতি যৌন সহিংসতা রোধে দেশজুড়ে বিক্ষোভ
জালাল শেখ লোহাচুড়া কারিগরপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, জালাল শেখ একই গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী স্কুলছাত্রীকে স্কুল ছুটির পর বিভিন্ন প্রলোভন ও হুমকি-ধামকি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। গত সোমবার ওই স্কুলছাত্রী গ্রামের একটি পুকুরপাড়ে বসে মাছ ধরা দেখছিলেন। এ সময় জালাল সেখানে গিয়ে ওই স্কুলছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি দেখে ফেলেন। এরপর স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানতে পারে।
পরে স্কুলছাত্রী তার পরিবারকে জানায়, দীর্ঘদিন ধরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বিভিন্ন সময়ে জালাল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও হুমকি-ধামকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় জালালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত জালাল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় চা ব্যবসায়ী জালালকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জাবি ক্যাম্পাসে ধর্ষণ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের সনদ বাতিল
খুলনায় তরুণীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
৮ মাস আগে
নাটোরে অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- অন্তর আহমেদ (১৯) ও তার বাবা আতাহার আলী (৪৫)।
নাটোর র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সনজয় কুমার সরকার জানান, প্রেমের প্রস্তাবে প্রত্যাক্ষাত হয়ে ৮ ফেব্রুয়ারি বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে অন্তর ও তার সহযোগীরা।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে অভিযানে নামে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় বাবা-ছেলেকে।
তাদেরকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান এএসপি।
আরও পড়ুন: নাটোর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
নাটোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৯ মাস আগে
চট্টগ্রামে ১০ তলা ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীতে ১০ তলা ভবন থেকে পড়ে মোনাম সামাদ তাহমীন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে চকবাজার থানার চন্দনপুরা পশ্চিম গলি ‘নেপচুন টাওয়ারে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমীন নগরীর মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী ছিল। তিনি ওই এলাকার হায়দার আলীর মেয়ে। ভবনটি তাদের নিজস্ব ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মেয়েটির বাবা হায়দার আলী জানান, মেয়েটি চোখে কম দেখত, এজন্য চশমা পরত। রোদে গেলে তার মাথা ঘুরত।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, চন্দনপুরা এলাকায় ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আত্মহত্যা করেছে কি না বা অসতর্কতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা তদন্তে জানা যাবে। পুলিশ সুরতহাল শেষ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন: অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা থেকে স্কুলছাত্রী অপহরণের ৪ মাস পর ঢাকা থেকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
৯ মাস আগে
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাইমা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের আফতাব উদ্দিন খাঁ মাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নিহত সাইমা আক্তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্কুলের সহপাঠিরা জানান, অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নবীনগর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, উপজেলার শিবপুর ইউনিয়নে অটোরিকশার মোটরের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!
৯ মাস আগে
ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে ২ জনকে গণপিটুনি, মাইক্রোবাসে আগুন
ফরিদপুরে স্কুল থেকে এক শিক্ষার্থীকে অপহরণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন দুই ব্যক্তি। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ
আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মামুন ওরফে ফেন্সি (৪০) এবং শহরের গোয়ালচামট এলাকার বাদশা মোল্লার ছেলে আলমগীর (৫২)।
কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের শিক্ষক অমূল্য কুমার জানান, সোমবার সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা স্কুল মাঠের মধ্যে গাড়িটির গতিরোধ করে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: রাঙামাটিতে অপহরণের ৭ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থী উদ্ধার
১ বছর আগে
বাগেরহাটে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
বাগেরহাটের রামপালে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুঁটিমারি গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার ২ জন হলেন- রাসেল শেখ (২৬) ও রাকিব হোসেন সজল (২৫)।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ মামলায় সাবেক ইউপি মেম্বারের ২৬ বছরের কারাদণ্ড
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ভুক্তভোগী শুক্রবার বিকালে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়।
রনসেন মোড়ে দুই যুবক রহমত ও রাসেল মোটরসাইকেলে উঠিয়ে রামপাল থানার বড় দুর্গাপুর পুঁটিমারি গ্রামে একটি টং ঘরে নিয়ে যায়।
টং ঘরে আগে থেকে অবস্থান করা সজলসহ তারা তাকে পাশবিক নির্যাতন চালায়। এরপর তাকে গাড়িতে করে তার বাড়িতে পাঠিয়ে দেয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মেয়েটির মামা বাদী হয়ে ওই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ওসি বলেন, স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবককে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ২ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
তিনি বলেন, অপরজনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা : ওসি মিজানের ১০ বছর কারাদণ্ড
স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
১ বছর আগে