এছাড়া দুর্বৃত্তদের গুলিতে মহসিন তপাদার (৪০) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা শেষে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ বৃহস্পতিবার এলাকায় ফিরছিলেন। ফরিদগঞ্জ বাজারে মার্কেন্টাইল ব্যাংকের সামনের প্রধান সড়কে পৌঁছালে মাইক্রোবাস থেকে কয়েকজন অস্ত্রধারী নেমে হারুনুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে এবং তার সহযোগীকে গুলি করে। এতে ইউপি চেয়ারম্যানের হাতের ৩টি আঙ্গুলের মাথা কেটে যায়।
পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে যুবলীগ নেতা মহসিন তপাদারকে ভর্তি করা হলেও হারুনুর রশিদকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুর রকিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি হরি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য ওসিকে বলা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান বলেন, এই ঘটনায় মামলা হলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে পুলিশ ঘটনাটির বিষয়ে তদন্ত করছে।