রাত পেরোলেই ঈদ; আর চাঁদ রাতের এমন সময়ে নগরবাসী মেতে উঠেছেন শেষ মুহূর্তের কেনাকাটায়। বিপণিবিতান থেকে ফুটপাতে দেখা গেছে ঢাকাবাসীর উপচেপড়া ভিড়।
রাজধানীর বিভিন্ন এলাকার বিপণিবিতান এবং ফুটপাত ঘুরে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই শেষ মুহূর্তের কেনাকাটা সারতে ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেরই মূল কেনাকাটা শেষ হয়ে গেলেও বাকি রয়ে গেছে টুকিটাকি অনেক কিছু। আর তাইতো আরেক দফা কেনাকাটা করতে বেরিয়েছেন তারা।
ঢাকার শান্তিনগরের বাসিন্দা আইরা মুমতাহা কানের দুল কিনতে এসেছেন মৌচাক মার্কেটে। বলেন, ‘সব কেনাকাটা শেষ করার পর মনে হলো ড্রেসের সঙ্গে মিলিয়ে কানের দুল কেনা হয়নি। আর তাইতো দুল কিনতে ইফতারের পর বেরিয়ে পড়লাম। ভেবেছিলম ভিড় হবে না। মার্কেটে এসে দেখি মারাত্মক ভিড়।’
আরও পড়ুন: ভারতীয় পোশাক কম থাকলেও সুনামগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা
রাজধানীর মতিঝিল থেকে আনারকলি শপিং সেন্টারে ওড়না আর মেয়ের জন্য জামা কিনতে এসেছেন পারভীন আক্তার। বলেন, ‘রোজার শুরুতে মেয়ের জন্য জামা কিনেছিলাম। তখন অত গরম ছিল না বলে মোটা জামা কিনেছি। দুই দিনের গরম দেখে মনে হলো যাই মেয়ের জন্য আরেকটা পাতলা জামা কিনে আনি। আসলমই যখন নিজের জন্যই সুতির ওড়না দেখছি।’