চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়ির ঘর থেকে এক নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার খয়রাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- রহনপুর উপজেলার খয়রাবাদ এলাকার মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি খাতুন (২৪) ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে রাকিব (২৮)।
টুশি খাতুন ও রাকিব অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা ঘরের জানালা দিয়ে দেখে যে টুশি ও রাকিব দুজনেই গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। পরে তারা পুলিশে খবন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।