নাটোর, ৩০ আগস্ট (ইউএনবি)- নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক শামীম হোসেন ও হেলপার আব্দুস সামাদ কমলকে নাটোর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নাটোর ডিবি পুলিশের ওসি মাহাবুবুর রহমান আটক দুজনকে তদন্তকারী কর্মকর্তা বনপাড়া হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলামের কাছে হস্তান্তর করে।
এর আগে আটক চালক ও হেলপারকে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করে বগুড়া ডিবি পুলিশ।
আজই তাদেরকে আদালতে তুলে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান তদন্তকারি কর্মকর্তা।