চুয়াডাঙ্গায় জেলা পরিষদের সদর ডাকবাংলোর একটি ঘর থেকে বিআরটিএ পরিদর্শকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে ডাকবাংলোর ‘কপোতাক্ষ' নামের একটি ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল্লাহ বাহার (৪০) মানিকগঞ্জ জেলার পূর্ব ভাকুম গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে ধানখেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
তিনি জানান, রবিবার সকালে সহকর্মীদের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে অফিস থেকে নিজের ঘরে চলে আসেন বিআরটিএ পরিদর্শক সাইফুল্লাহ বাহার। সোমবার নির্ধারিত সময়ে অফিসে না যাওয়ায় তাকে একাধিকবার মোবাইল ফোনে কল দেন সহকর্মীরা। তার ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শারীরিক অবস্থা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।