লাশ
মানিকগঞ্জে এক দিনে তিন নারীর লাশ উদ্ধার
মানিকগঞ্জের সদর উপজেলার পৃথক পৃথক স্থান থেকে এক দিনে দুই কিশোরীসহ তিন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার গড়পাড়া, ভাড়ারিয়া ও আটিগ্রাম ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন— গড়পাড়ার রানাদিয়ার তনিমা আক্তার, মানিকগঞ্জের শিবালয়ের আরিচা এলাকার আফসানা আক্তার। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তার (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এদিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আফসানা আক্তার (১৬) নামের এক আরেক কিশোরীরর লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন, পানির উৎসের অভাবে নিয়ন্ত্রণে জটিলতা
এছাড়া সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর কোনো নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আমান উল্লাহ বলেন, ‘লাশগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাত পরিচয়ের লাশের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।’
৫ দিন আগে
বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে এলাকার লোকজন। হামলায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড় উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়ায় ঘটনাটি ঘটে।
এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে আজ (শনিবার) ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি সমস্যা নিরসনের দাবিতে এলাকাবাসীর অবরোধে দুপুর ২টা পর্যন্ত পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে। এ সময় আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় কেপিজেডের হাজার হাজার কর্মচারীর।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বিক্ষোভকারীদের দাবি, হাতির সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. ওয়াসিম আকরাম বলেন, ‘বন বিভাগ, হাতির আক্রমণ বন্ধে স্থায়ী সমাধানের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। হাতির আক্রমণে একের পর এক মানুষ প্রাণ হারালেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
৫ দিন আগে
নদীতে নেমে নিখোঁজ দুই বন্ধুর লাশ উদ্ধার
নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজের এক দিনের ব্যবধানে দুই যুবকেরই লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৪ মার্চ) আসাদুজ্জামান আসাদের লাশ এবং আজ (শনিবার) নিহাদ ইসলামের লাশ উদ্ধার করা হয়।
গতকাল (শুক্রবার) উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন চার বন্ধু। এরপর দুজন তীরে উঠে আসতে পারলেও অন্য দুজন তলিয়ে যান।
আসাদ সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি এলাকার কামরুল হাসানের ছেলে এবং নিহাদ ভোলার সদর উপজেলার কোরালিয়া এলাকার শাহজাহানের ছেলে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা দুজন হলেন— রেজাউল তানভীর ও সামির খান। তারা পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকার প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করেন।
সামির ও নিহাদ ঢাকা থেকে তাদের কাছে ঘুরতে এসেছিলেন। ছোটবেলায় তারা চারজন রাজধানীর পল্লবী এলাকায় একসঙ্গে ছিলেন বলে জানিয়েছেন।
রেজাউল ও সামির জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে চারজন শীতলক্ষ্যা নদীর পাড়ে ইফতার করতে যান। ৪টার দিকে তারা নদীর পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে একজন তলিয়ে যাচ্ছে দেখে আরেক বন্ধু হাত বাড়িয়ে দেন। এ সময় দুজনই তলিয়ে যান। পরে অন্য দুজন সাঁতার না জানায় দ্রুত তীরে উঠে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। খবর পেয়ে বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সীমানাপ্রাচীর ধসে ২ শ্রমিক নিহত
নদীতে নেমে তারা নিহাদের লাশ উদ্ধার করেন। পরে রাত পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধার করা যায়নি। এরপর শনিবার সকাল ৮টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফের নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পরে বেলা ১১টার দিকে আসাদুজ্জামানের লাশ উদ্ধারে সক্ষম হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
১২ দিন আগে
নেত্রকোণার ধনু নদ থেকে ৩ জনের লাশ উদ্ধার
নেত্রকোণার খালিয়াজুরীর উপজেলার ধনু নদ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে ধনু নদের নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন— জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া এলাকার শহীদ মিয়া, কেন্দুয়া উপজেলার বোয়ালবাড়ি এলাকার হৃদয় মিয়া ও মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া।
আরও পড়ুন: গোপালগঞ্জে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, শনিবার (৮ মার্চ) খালিয়াজুরীতে ইজারা করা জলাশয়ে মাছ শিকার করতে যাওয়া লোকজনের সঙ্গে রসুলপুর ফেরিঘাট এলাকায় নদী পারাপারকে কেন্দ্র করে স্থানীয় জগন্নাথপুর ও রসুলপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে শতাধিক পিকআপ, অটোরিকশা, সিএনজি অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন মদন উপজেলার রোকন মিয়া, ইয়াছিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়া হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অর্ধশত লোকজনকে আটক করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১৭ দিন আগে
কুমিল্লায় সেতুর নিচে খালে পড়ে ছিল হাত-পা বাঁধা নারীর লাশ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউসুফপুরে সেতুর নিচের খাল থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটির হাত-পা ও চোখ-মুখ রশিতে বাঁধা ছিল। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে লাশটি উদ্ধার করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।
আরও পড়ুন: লালমনিরহাটে ভুট্টাখেত থেকে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার
দেবিদ্বার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘ইউসুফপুর খালে হাত-পা বাঁধা এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
তিনি বলেন, ‘লাশটির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
২০ দিন আগে
চাঁদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার
চাঁদপুরে একটি ফ্ল্যাট বাসা থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ার শাহজাহান পাটোয়ারীর বাড়ি থেকে লাশদুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— ঢাকা যাত্রাবাড়ীর দনিয়া এলাকার জিন্নাত আলীর ছেলে মোহাম্মদ সবুজ ও তার স্ত্রী শিউলী বেগম। তারা শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
শিউলী চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী এলাকার মৃধা বাড়ির আবু তাহেরের মেয়ে। তার পরিচালিত ইউনিভিশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে।
ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী ইউএনবিকে বলেন, ‘সবুজ ও শিউলী প্রায় ৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলীর মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করলে তারা এসে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
নিহত শিউলী আক্তারের মা খুরশিদা বলেন, ‘সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী। সকাল থেকে শিউলীর মোবাইল ফোনে একাধিকবার কল করি, কিন্তু সে কল রিসিভ না করা তার বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।’
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু
রাফসান ও রাফি নামে শিউলীর আগের ঘরের দুটি সন্তান রয়েছে বলে জানান তিনি।
ছেলে রাফসান ও রাফি বলেন, ‘আমরা মায়ের সঙ্গে থাকতাম না। শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি আমরা। মা সেই বাসার ভাড়ার টাকা দিত।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে দম্পতি আত্মহত্যা করেছে। লাশদুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
৩০ দিন আগে
প্রতিবেশির মেয়েকে নিয়ে পালাল ছেলে, গাছে মিলল বাবার ঝুলন্ত লাশ
কুমিল্লার চৌদ্দগ্রামে তৈয়ব আলী নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে নিজ বসতঘরের সামনের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তৈয়ব আলী দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি রাঙ্গামাটিয়া গ্রামেই বসবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি সকালে তাদের ছেলে আবদুল করিম জনি পাশের নোয়াপাড়া গ্রামের এরশাদ মিয়ার মেয়ে মাদরাসাছাত্রী মাইমুনা সুলতানা লুবনাকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় লুবনার পরিবার থানায় অভিযোগ করেন। এ সময় লুবনার পরিবার তাদের মেয়েকে দ্রুত ফিরিয়ে না দিলে হত্যাসহ গ্রাম ছাড়ার হুমকি দেয় তাদের। হত্যাসহ গ্রাম ছাড়ার ভয়ে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন ও বাড়ির বাইরে বাগানে গিয়ে সময় কাটাতে শুরু করেন।’
‘এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে বাড়ির পাশের বাগানে দেথতে পেয়ে বাড়িতে দিয়ে যান। একটু পরে তিনি আবার চলে যান। আমিও ঘরে তালা লাগিয়ে অন্য বাড়িতে গিয়ে ঘুমাই। বুধবার সকালে বাড়িতে গিয়ে আশপাশে তাকে খুঁজতে গিয়ে দেখতে পাই আম গাছের ডালের সঙ্গে গামছা পেছানো অবস্থার তার লাশ ঝুলে আছে। পরে লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়।’
মেয়ের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার মেয়ে লুবনাকে নিয়ে তৈয়ব আলীর ছেলে আবদুল করিম জনি পালিয়েছে। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করেছি। আমরা আত্মীয়স্বজন ও পুলিশ নিয়ে তাদের বাড়িতে গিয়েছি, তবে কাউকে হত্যাসহ গ্রাম ছাড়ার হুমকি দিইনি।’
রাঙ্গামাটিয়া গ্রামের রাশেদুল ইসলাম বলেন, ‘মেয়ের পক্ষের লোকজন পুলিশ নিয়ে তৈয়ব আলীর পরিবারকে হুমকি দেয়। গত কয়েকদিন ধরে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন।’
মোহাম্মদ আলী নামে রাঙ্গামাটিয়া গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘গত পরশুদিন মেয়ের চাচাসহ পুলিশ এসে তৈয়ব আলীর হাত ধরে টানাটানি করে। গ্রামবাসীর প্রতিবাদে দুইদিনের সময় দিয়ে যায়। হতাশাগ্রস্ত তৈয়ব আলী গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। আজ তার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তবে এটা হত্যা না আত্মহত্যা তদন্ত করে বের করা উচিত।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘তৈয়ব আলী নামের একজনের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
৩৬ দিন আগে
কুমিল্লায় শিশু ও বৃদ্ধার লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা থেকে শাহিদা বেগম নামে এক বৃদ্ধা ও রিফাত হোসেন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া এলাকায় একটি সেফটি ট্যাংক থেকে শাহিদার (বৃদ্ধা) লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহিদা ধনুসাড়া গ্রামের মাওলানা আবদুল মমিনের স্ত্রী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ অপর দুই বন্ধুরও লাশ উদ্ধার
অন্যদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চন্ডিমূড়া থেকে ৯ বছরের শিশু রিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বরুড়া উপজেলার চন্ডীপুর এলাকার রফিক মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫২ দিন আগে
সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ অপর দুই বন্ধুরও লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে শনিবার গোসল করতে নেমে তিন বন্ধু নিখোঁজ হওয়ার ঘটনায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে কলেজছাত্র রাফিমের লাশ উদ্ধার করা হয়েছিল। রবিবার (২ ফেব্রুয়ারি) অপর ২ বন্ধুর লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস। এ নিয়ে তিনজনকেই নিহত অবস্থায় উদ্ধার করা হলো।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার কৃষ্ণ নিয়োগী, সয়াধানগড়া নতুনপাড়া মহল্লার সারজিল ও ঝাঁটিবেলাই গ্রামের রাফিম।
এরা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নারীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, দুই বন্ধু সিরাজগঞ্জে রাফিমের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কামারখন্দে ফুলজোর নদীতে গোসল নেমে তারা তিনজন নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া স্কুলছাত্র রাফিমের লাশ রাতে ও অপর দুজনের লাশও উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
৫৩ দিন আগে
কুমিল্লায় নারীসহ ৩ জনের লাশ উদ্ধার
কুমিল্লার তিন উপজেলার পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- লক্ষ্মীপুরে সদর উপজেলার ষোলনল শাকচর গ্ৰামের আলতাফ হোসেন। তিনি প্রগতি ইন্সুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ ও হিসাবরক্ষক হিসেবে চাকরি করতেন। উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী কমলা বেগম এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, কুমিল্লা—নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খালে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘লাশটিতে কোনো আঘাতের চিহ্ন বা রক্ত দেখতে পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ময়নাতনদের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।
এদিকে কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছেন।
আরও পড়ুন: সিলেটে বাজার থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা, লাশ মিলল সুরমায়
আমরা এখনও জানিনা তিনি এখানে কীভাবে আসলেন ও কীভাবে তার মৃত্যু হয়েছে। তবে তদন্ত চলছে। বিস্তারিত জেনে জানাতে পারব।’
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে।
মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমন হোসেন বলেন, ‘ওই নারী বাড়িতে একাই থাকতেন। আমরা এখনও জানিনা কীভাবে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
৫৯ দিন আগে