বেনাপোল, ২৮ অক্টোবর, (ইউএনবি) - যশোরের নাভারন রেল স্টেশন এলাকায় রবিবার সকালে অবৈধ পণ্য আটকের সময় বিজিবির ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ চোরাকারবারীরা।
চোরাচালানীদের হামলায় নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য আহত হন।
বিজিবির ভাষ্য, এসময় আত্মরক্ষার্থে বিজিবি ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জর্দা ও আতশবাজি জব্দ করা হয়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, সকালে বিজিবির একটি টহল দল নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে সংঘবদ্ধ চোরাচালানীরা বিজিবির ওপর হামলা চালায়। এসময় তারা বিজিবিকে লক্ষ্য করে রেল লাইনের পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষায় বিজিবি পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
তিনি জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা