শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সদস্যরা দেশজুড়ে জলাভূমি রক্ষা, বনায়ন এবং নদী খননের পাশাপাশি বৃক্ষরোপণে দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন।
সোমবার নগরীর সেগুনবাগিচায় বিশ্ব খরা ও উষ্ণায়ন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধন করে এসসিআরএফ এ দাবি জানায়।
তারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম তাপপ্রবাহ থেকে জীবন ও প্রকৃতি এবং মানুষ ও কৃষির জীবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এসসিআরএফ প্রাকৃতিক জলাভূমি, বিলুপ্ত নদী ও অবৈধভাবে দখলকৃত জমি পুনরুদ্ধার এবং নৌপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং উন্নয়নের নামে বৃক্ষ নিধন এবং নদী খনন ও বনায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সেখানে উপস্থিত নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল বলেন, আগামী বছরগুলোতে খরা ও তাপপ্রবাহ আরো বাড়বে এবং পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রাকৃতিক জলাভূমি ও বনাঞ্চল রক্ষা করতে হবে।
নদীর দুই পাড়ে পর্যাপ্ত বৃক্ষরোপণ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ঈদের ছুটিতে ঢাকার ৬০ শতাংশ মানুষ সড়কপথে বাড়ি যাবে: এসসিআরএফ
উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করলে নদীগুলো রক্ষা করা যাবে না।
সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, নদী খননে ব্যাপক দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি।
নদী খনন ও বৃক্ষরোপণ প্রকল্পে দুর্নীতি বন্ধেরও দাবি জানান তিনি।
আরও পড়ুন: রেল দুর্ঘটনায় ২০১৯ সালে ৪২১ জনের প্রাণহানি: এসসিআরএফ
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, বৈশ্বিক উষ্ণতা থেকে বাঁচতে গাছ কাটা বন্ধ করতে হবে, সারাদেশে ব্যাপক হারে চারা রোপণ করতে হবে এবং প্রাকৃতিক বন রক্ষা করতে হবে।
এসসিআরএফ সভাপতি আশীষ কুমার দে-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান রুবেল এবং স্বাগত বক্তব্য দেন এসসিআরএফ’র সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন: সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এসসিআরএফ