আগামী জাতীয় নির্বাচনের পর অর্থনীতি চাঙ্গা হবে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে দেশের পুঁজিবাজার স্থবির ছিল।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।
অধ্যাপক ইসলাম বলেন, পুঁজিবাজার খুবই প্রযুক্তিগত বিষয় এবং অনেকেই এর গুরুত্ব বুঝতে পারে না।
তিনি বলেন, 'বর্তমানে বাজার এগিয়ে যাচ্ছে। বাজারের পরিধি অনেক বেড়ে গেছে। নতুন নতুন পণ্য আসছে। তবে অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রাখতে হলে এই বাজারের আরও উন্নয়ন প্রয়োজন।
আরও পড়ুন: বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ দল
বিএসইসি চেয়ারম্যান বলেন, একটি গতিশীল পুঁজিবাজার ও স্থিতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মিউচ্যুয়াল ফান্ড অপরিহার্য। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর অর্থনীতির চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, 'সবাই মিলে কাজ করলে অবশ্যই মিউচ্যুয়াল ফান্ড খাত ও পুঁজিবাজারকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব হবে।
ডিএসইতে তালিকাভুক্তি চুক্তি সই ও লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা সুমিত পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. রবিউল ইসলাম, ডিএসইর লিস্টিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এটিএম তারিকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।