ঢাকা, ২০ সেপ্টেম্বর (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার বলেছেন, ডাকসু নির্বাচনের আগে ‘জালিয়াতি’ করে সান্ধ্যকালীন কোর্সে বাংলাদেশ ছাত্রলীগের ৩৪ কর্মী ভর্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কমিটি তদন্ত করবে।
তিনি বলেন, ‘এ সংক্রান্ত বিষয় তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের কমিটি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, এ কমিটি আসলে কী ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করবে।’
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভিসি এ কথা বলেন ভিসি।
ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ‘জালিয়াতি’ করে ছাত্রলীগের ৩৪ কর্মীর ভর্তির বিরুদ্ধে গত কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।