সিঙ্গাপুরে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানকে জেনেভায় জাতিসংঘের অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কূটনৈতিক জীবনে তিনি প্যারিস, নিউইয়র্ক, জেনেভা এবং কলকাতায় বাংলাদেশ মিশনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। এছাড়া তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে স্নাতক করেছেন।
এছাড়া তিনি প্যারিসের আন্তর্জাতিক জনপ্রশাসন ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।