রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার জেলা প্রশাসকদের দুর্নীতিমুক্ত থাকতে বলেছেন, যাতে কেউ দুর্নীতি করার সুযোগ না পায়।
বৃহস্পতিবার বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনাদের নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। অন্যরাও যাতে দুর্নীতির সুযোগ না পায় সেদিকেও খেয়াল রাখবেন।’
দুর্নীতিকে টেকসই উন্নয়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ায় মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা গড়ে তুলতে হবে। বিভিন্ন জেলায় সরকারের বহুমুখী কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব আপনাদের। দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার যাতে না হয় তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন যে ডিসিরা সচেতনভাবে কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার পার্থক্য বজায় রাখবেন। আপনার পদবি জেলা প্রশাসক হলেও আপনারা শাসক নয় উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ডিসিরা জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেবেন। জেলা প্রশাসনের নেতা হিসেবে আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
আরও পড়ুন: দুর্নীতি, জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
উন্নয়নকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের মূল লক্ষ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন যথেষ্ট নয়, বরং জনগণকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য এবং এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবদুল হামিদ বলেন, ‘মানুষের সেবা করা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। করুণা বা অনুগ্রহ বলে কিছু নেই। আপনি যেমন একজন সরকারি কর্মচারী হিসেবে কর্মজীবন পরিকল্পনা করেন, তেমনি আপনি কর্মক্ষেত্রেও পরিকল্পনা করবেন।’
তিনি প্রয়োজনীয় আবাসন, শিক্ষা, কৃষিভিত্তিক শিল্প, চিকিৎসা সেবা, বিদ্যুৎ, গ্যাস, পানীয় জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে পরিবেশবান্ধব গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে বেসরকারি খাতের সঙ্গে সরকারি উদ্যোগের সমন্বয়ে কার্যকর ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ইসি’র, নির্বাচন ১৯ ফেব্রুয়ারি