জয়পুরহাটের কালাইয়ের একটি হত্যা মামলায় তিনভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান (৬২), রফিকুল ইসলাম ওরফে অফির (৫২) ও আব্দুল কুদ্দুস (৪৫)।
অপরদিকে, এ মামলার পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকাল ১০ টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামে সড়কের পাশে পানি নিস্কাশনের ড্রেন নিয়ে সোলায়মান হোসেন ও প্রতিবেশি ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম ওরফে অফির, আব্দুল কুদ্দুস, শফিউল ইসলাম ওরফে মিল্টন, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলীর মধ্যে সংঘর্ষ হয়
এক পর্যায়ে আসামিরা তাদের হাতে থাকা কোদাল দিয়ে সোলায়মানের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরের দিন কালাই থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আরও পড়ুন: সিলেটে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড