প্রতি বছর সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া যুবক ও যুব সংগঠনগুলোকে অনুপ্রাণিত করতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ ও সমাজে অনবদ্য ভূমিকা রাখা ১৩০টি যুব সংগঠনকে সম্মাননা দিয়েছে ইয়াং বাংলা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সিআরআই ট্রাস্টি নসরুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে ১৭ নভেম্বর এবারের অনুষ্ঠানের সূচনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই’র চেয়ারপার্সন সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবকদের পুরস্কৃত করবেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের সাদাত
চতুর্থ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০-এর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলে ১৫ অক্টোবর পর্যন্ত।
এবারের আসরেও সম্মাননার জন্য আবেদন করেছে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের ছয় শ’র বেশি ব্যক্তি ও সংগঠন। যার মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন, মাদকবিরোধী সচেতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবিলায় জরুরি কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য বা গ্রিন এনার্জির ব্যবহার, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং দুর্যোগ মোকাবেলার মতো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন এমন উদ্যোক্তা ও সংগঠন।
প্রথম পর্যায়ে এবার মোট ছয়টি সাব ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। যার মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষমতায়ন, ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, চরম দরিদ্রদের ক্ষমতায়ন ও যুব উন্নয়ন।
দ্বিতীয় পর্যায়ে মোট সাতটি সাব ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। সেগুলো হলো মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম, করোনাভাইরাস প্রতিরোধে জরুরি কার্যক্রম, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা কার্যক্রম, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ এবং দুর্যোগ মোবাবিলা ও ঝুঁকি হ্রাস।
ইয়াং বাংলার লক্ষ্য ‘ভিশন-২০২১’-এ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করা এবং তাদের নতুন ধারণা ও উদ্ভাবনকে বিশ্বে তুলে ধরা।
এদিকে, ২০২০ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের ১৭ বছর বয়সী সাদাত রহমান।
শুক্রবার নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে সাদাতের হাতে এ পুরস্কার তুলে দেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।
‘সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষায় সামাজিক সংগঠন এবং মোবাইল অ্যাপ ‘সাইবার টিনস’ গঠন করায় তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
প্রতি বছর শিশু শান্তি পুরস্কার দেয় ‘কিডস রাইটস’ নামে একটি শিশু অধিকার সংগঠন। গত বছর এ পুরস্কার লাভ করেন গ্রেটা থুনবার্গ। ১২ থেকে ১৮ বছর বয়সীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারে।