টাঙ্গাইল ডিস্ট্রিক্ট একুয়ার বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভিন্নধর্মী বাজারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন।
জানা গেছে, বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ টাকার বাজারে চাল, ডাল, মাছ, মুরগি ও শীতকালীন সবজি মাত্র ১০ টাকার বিনিময়ে কিনতে পেরেছেন শতাধিক মানুষ।
১০ টাকায় বাজার করতে আসা গৃহিনী রাশেদা বেগম বলেন, এত কম টাকায় জিনিস কিনতে পেরে পুরো বস্তিবাসী খুবই আনন্দিত। আমরা চাই নিয়মিত এমন বাজারের ব্যবস্থা করা হোক।
দিনমজুর ইয়াকুব জানান, অনেক দিন পর পরিবারের জন্য মাত্র ১০ টাকায় মুরগি কিনতে পেরেছি এ বাজার থেকে। আমাদের মতো গরীর মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।