কুমিল্লায় টিভি দেখতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে শুভ মজুমদার (১১) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে নগরীর মদিনা মসজিদ সংলগ্ন ঠাকুর পাড়ায় প্রভালয় হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুভ মজুমদার লাকসাম উপজেলার কৈতরা গ্রামের মলয় মজুমদারের একমাত্র ছেলে। সে নগরীর ফজিলাতুন্নেচ্ছা মডার্ন হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে নিহতের বাবা মলয় মজুমদার জানান, শুভ’র মা পূর্ণিমা মজুমদার ও তার বোন পড়ালেখার জন্য সকালের দিকে বকাঝকা করে। শুভ সব সময় টিভির সামনে বসে থাকতো। তাই তার মা ও বোন শুভকে টিভি দেখতে নিষেধ করলে রাগ করে সে তার ঘরে চলে যায়। এক ঘন্টা পর রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে তার মা ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাক দেন শুভ’র বোন।
প্রতিবেশীরা এসে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ফোন করে জানান। এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার বলেন, রুমের দরজার ছিটকানি ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় শুভকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রেমিকাকে দায়ী করে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা!
রুমমেটের ফেসবুক পোস্টে মানসিক চাপে কুবি ছাত্রীর আত্মহত্যাচেষ্টা
যৌন হয়রানির অপমান সইতে না পেরে জয়পুরহাটে স্কুলছাত্রীর আত্মহত্যা