ঠাকুরগাঁও, ০৭ নভেম্বর (ইউএনবি)- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধে এক গৃহবধূ খুন হয়েছ্নে।
নিহত অনিতা রাণী ঘোষ (৩৫) সদর উপজেলার রুহিয়া থানার অন্তর্গত ঘনিমহেশপুর গ্রামের বাবুল ঘোষের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ৪ শতক জমি নিয়ে বিরোধের জেরে অনিতা রানী ও প্রতিপক্ষ জাহাঙ্গীরের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর লাঠি দিয়ে অনিতার মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সেখানে অনিতা ঘোষ মারা যান।
রুহিয়া থানার ওসি বাবলু কুমার রায় জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অনিতা রাণী নামে এক গৃহবধূর মৃত্যুর খবর তারা পেয়েছেন।
লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।